ভালোবাসা সবাই পায় না কেউ পায় শুধু স্মৃতি আর চোখের জল আমি সেই মানুষ যে চেয়েছিল একটা সত্যিকারের মন যেটা আমাকে বোঝে যেটা আমার কষ্ট ভাগ করে নেয় কিন্তু আমি যাকে পেয়েছি সে আমাকে কাঁদতে শিখিয়েছে আমি এখন আর ভালোবাসা চাই না আমি চাই একটু শান্তি একটু নিরবতা যেখানে কেউ আমার আবেগ নিয়ে খেলবে না আমি এখন নিজেকে ভালোবাসি কারণ আমি জানি আমি ছাড়া কেউ নেই যে আমাকে সত্যিকারে ভালোবাসবে