আমি কখনো চাইনি আমার জীবনে কেউ এসে আমাকে বদলে দিক আমি শুধু চেয়েছি কেউ একজন থাকুক যে আমার এই ভাঙা মনটাকে জোড়া লাগাতে সাহায্য করবে আমি কারো মত হতে চাইনি আমি সব সময় নিজের মতো থাকতে চেয়েছি কিন্তু জীবন আমাকে বাধ্য করেছে মুখোশ পরতে আমি এখন এমনভাবে হেসে যাই যেন কিছু হয়নি অথচ জানি রাতের আঁধারে আমি নিজেকে কতবার ভেঙেছি আমি শুধু চাই কেউ থাকুক যে বলবে তুই একা না আমি আছি তোর জন্য।