কখনো কখনো মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যখন সে জানে এই ভালোবাসা একতরফা তখনও সে সেটাকেই আঁকড়ে ধরে থাকে আমি নিজেও তাই করেছি আমি জানতাম সে কখনো ফিরবে না তবুও অপেক্ষা করতাম হয়তো একদিন ফিরবে হয়তো একদিন বলবে আমি ভুল করেছিলাম কিন্তু সে কখনো আসেনি বরং এমনভাবে হারিয়ে গেছে যেন কোনোদিন ছিলই না এখন আমি আর কারো কথায় কাঁদি না আমি জানি চোখের জল কখনো কাউকে ফেরাতে পারে না।