আমি এমন একজন মানুষ যে সবাইকে গুরুত্ব দিয়েছি কিন্তু কোনোদিন সেটা ফেরত পাইনি আমি চেয়েছিলাম কেউ একজন আসুক যে আমার কষ্টগুলো বুঝবে কিন্তু বাস্তবে সবাই শুধু জানতে চায় আমি কেমন আছি কিন্তু কেউ জানতে চায় না আমি কেন এমন হয়ে গেছি আমি প্রতিদিন হাসি কারণ কান্না দেখালেই সবাই দুর্বল ভাবে আমি জানি আজ কেউ পাশে নেই কিন্তু আমি নিজেই নিজের পাশে দাঁড়াতে শিখে গেছি সময় শিখিয়েছে কিভাবে নিজের ওপর ভরসা রাখতে হয়।