5 i ·Oversætte

পুতুল
ছোট্ট মেয়েটার নাম ছিল মিষ্টি। তার প্রিয় পুতুলটা হারিয়ে গিয়েছিল। এক ভিক্ষুক তা কুড়িয়ে পেয়েছিল। দেখে মিষ্টির চোখে আনন্দ ঝিলিক দিল, আর ভিক্ষুকের চোখে শান্তি।