22 ث ·ترجم

চিঠি
রাতের নির্জনতায় পুরোনো একটা চিঠি খুঁজে পেল রুবি। মায়ের হাতে লেখা—“ফিরে এসো, অপেক্ষায় আছি।” চোখ ভিজে উঠল। মা এখন নেই। কিন্তু সেই চিঠির গন্ধে আজো মায়ের আঁচল খুঁজে পায় রুবি।