প্রতিটি স্বাধীন জাতিই তার স্বাধীনতার বীরদের নিকট চির-দায়বদ্ধ। নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধের প্রমাণ-তথ্যাদি, যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, শহিদদের ব্যবহার্য জিনিসপত্র, স্মৃতিস্মারক প্রভৃতি যথাযথ ভাবে সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা হয়েছে। এর প্রবেশপথে ‘শিখা চিরন্তন’ প্রস্তরে উৎকীর্ণ করা আছে সেই দৃঢ় অঙ্গীকার-
‘সাক্ষী বাংলাদেশের রক্তভেজা মাটি
সাক্ষী আকাশের চন্দ্র তারা
ভুলি নাই শহিদদের কোনো স্মৃতি
ভুলব না কিছুই আমরা।’