মাঝনদীতে এসে অনুভব করলাম সৃষ্টিকর্তা কত অপরূপ করে আমাদের এই দেশকে তৈরি করেছেন। আমরা বিমুগ্ধ দৃষ্টিতে নদীর দু’ধারের দৃশ্য দেখতে লাগলাম। নদীর দু’ধারে ফসলের ক্ষেত, খোলা মাঠ, মাঝে মাঝে দু’একটা ঘর। আমাদের নৌকা কখনো মাঝনদী, আবার কখনো তীর ঘেষে এগিয়ে চলল। হঠাৎ দেখলাম এক ঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে। দু’পাশের সবুজ প্রকৃতির মধ্যে সাদা বকগুলো যেন চারপাশের প্রকৃতিকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে। কোনো কোনো নৌকা থেকে মাছ ধরা হচ্ছে। জালের মধ্যে আটকে থাকা মাছের রূপালি শরীরে রোদ পড়ে চিকচিক করছে। কোথাও কোথাও ছেলে-মেয়ে দল নদীতে হৈ-চৈ করে সাঁতরে বেড়াচ্ছে। গাঁয়ের বধূঁরা এসেছে নদীর ঘাটে পানি নিতে। নৌকা যখন মাঝনদীতে তখন দূরের গাছপালা আর ঘরবাড়িগুলোকে মনে হচ্ছে কোনো শিল্পীর নিপুন হাতের চিত্রকর্ম। চারিদিক শান্ত, নিশ্চুপ। কেবল পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা যেন কথাবলাও ভুলে গেছি। মনে হচ্ছে কথা বলতে গেলেই অপরূপ সুন্দর এই প্রকৃতির কোনো একটি দৃশ্য হারিয়ে যাবে। এরই ফাঁকে ফাঁকে কিছু কিছু দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করলাম।