দেখতে দেখতে কখন যে মধ্য দুপুর পেরিয়ে গেছে তা আমরা টেরই পেলাম না। মাঝিরা যখন একটা ঘাটে এসে নৌকা বাঁধল তখন আমাদের সময়ের কথা মনে হলো। যে ঘাটে আমাদের নৌকা বাঁধা হয়েছে তার পাশেই গ্রামের হাঁট বসেছে। আমরা সবাই মিলে ছোট কিন্তু কোলাহলপূর্ণ হাটে মহানন্দে ঘুরে বেড়ালাম। ছোট হাটটিতে বলতে গেলে সবই পাওয়া যায়। মাটির হাঁড়ি, খেলনা, পুতুল এসব যেমন আছে তেমনি চাল, ডাল, মুড়ি, মুড়কি, মাছ-মাংসও আছে। একপাশে ছোট এক দোকানে দেখলাম জিলাপী ভাজছে ময়রা। আরো আছে রঙিন কাচের চুড়ি, আলতার দোকান। অনেকক্ষণ ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে আমরা নৌকায় ফিরে এলাম।