ফিরে এসে দেখলাম একজন মাঝি নৌকাতেই বানানো মাটির চুলায় ভাত রান্না করছে। আর অন্যজন মাছ কুঁটছে। খেতে বসে টের পেলাম আমাদের সবার পেট ক্ষুধায় চোঁ চোঁ করছে। নৌকায় বসে গরম ভাত আর নদীর টাটকা মাছের ঝোল খেতে অমৃতের মতো লাগলো। চেটেপুটে খাওয়া শেষ করে নৌকার ছইয়ের নিচে সবাই একটু জিরিয়ে নিয়ে, রোদ একটু পড়ে এলেই আবার যাত্রা শুরু করলাম। এবার বাড়ি ফেরার পালা।