দুপুরের খাবার একটু দেরিতে খাওযায় খুব তাড়াতাড়ি যেন বিকেল হয়ে গেল। শীতের বিকেলে নদীর ঠান্ডা বাতাসে একটু একটু শীত লাগছিল। কিন্তু তবু বিকেলের শান্ত নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছিলো ততোই নদীর নিস্তব্ধতা ভেঙে পাখিরা কলকালিতে মেতে উঠলো। সূর্যটাও যেন দিন শেষে ক্লান্ত হয়ে ধীরে ধীরে পশ্চিমাকাশে হেলে পড়তে লাগলো। আস্তে আস্তে পশ্চিমের আকাশ সূর্যের রক্তিম আভায় লাল হয়ে উঠলো। আরো কিছুক্ষণ পর সূর্যি মামা যেন নদীর পানিতেই ডুব দিলেন। আমরা সবাই নৌকা বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করলাম। আমার জীবনে এই প্রথম আমি নদীতে সূর্য অস্ত যাবার দৃশ্যটি দেখলাম, যা আমার স্মৃতিতে চির অমলিন হয়ে থাকবে।