5 C ·Traduzir
পাখিঃ

বাংলাদেশে কিছু প্রজাতির পাখি আছে যারা খুবই সাহসী ও একই সাথে হিংস্র বলে বহুল পরিচিত। এদের মধ্যে শিকারী পাখিদেরকেও অন্তর্ভুক্ত করা যায়। তবে এক্ষেত্রে চিল, বাজ, শকুন ও কাকের নাম সবার আগে চলে আসে। চিল ও বাজ সাধারণত মাংসভোজী পাখি। এরা বিচরণরত মাছ, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা প্রভৃতি শিকার করে এবং এদের মাংস খেয়ে জীবন-যাপন করে। শকুনও মাছ খায়, তবে মরা গরু, ছাগল ইত্যাদি এদের প্রিয় খাবার।



বন্য পাখিঃ

বাংলাদেশের প্রকৃতিতে উপকূল এবং বনাঞ্চলের একটি অপূর্ব মিতালী লক্ষ করা যায়। এ দেশের উপকূলীয় অঞ্চলে যেমন একাধিক প্রজাতির জলচর পাখি রয়েছে তেমনি বনে জঙ্গলেও রয়েছে বিপুল পরিমাণ বন্য পাখির বিচরণ। বাংলাদেশের প্রধান বন সুন্দরবনে রয়েছে অগণিত পাখির স্থায়ী আবাস। বনমুরগির ডাকে ঘুম ভাঙ্গে সুন্দরবন এলাকার মানুষের। অসংখ্য পাখির কলকাকলিতে মুখরিত হয় বাংলাদেশের আকাশ-বাতাস। সুন্দরবন দিয়ে প্রবাহিত উচ্ছল নদীর বুকে সাঁতার কাটে গাঙচিল, বালিহাঁস, পানকৌড়িসহ আরো প্রভৃতি জাতের পাখি। এসব অরণ্য পালিত পাখি আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।