উপসংহারঃ
বাংলাদেশের অনুপম রূপ-বৈচিত্র্যের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এদেশের পাখি। এরা নানাভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এদের উপস্থিতি আমাদের প্রাণে আনন্দের স্রোত বইয়ে দেয়। বিচিত্র পাখির বিচিত্র ডাক ও কলরব আমাদের চারপাশের পরিবেশকে মোহময় করে রাখে। বাংলাদেশে পাখিদের সরব বিচরণের কারণেই দেশটা এত সতেজ, সজীব ও প্রাণবন্ত।