কখনো কখনো আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা ছাড়তে পারি না কারণ অনুভবটা সত্যি ছিল, সত্যিকারের ভালোবাসা কখনো একদিনে তৈরি হয় না, সময় লাগে, বিশ্বাস লাগে, ত্যাগ লাগে, কিন্তু একবার যখন সেটা ভেঙে যায় তখন আর কিছুই আগের মতো থাকে না, সম্পর্ক যতই ভালো হোক না কেন যদি একপাক্ষিক হয় তাহলে তা একদিন ভেঙেই যায়, তাই সম্পর্কের যত্ন নাও যতদিন তা আছে।