একটা মানুষকে যদি সত্যিকারে ভালোবাসো তাহলে তার দোষগুলোও মেনে নিতে হবে, তার খারাপ সময়েও পাশে থাকতে হবে, কারণ শুধু সুখে পাশে থাকা ভালোবাসা নয় বরং দুঃখে কেউ পাশে দাঁড়ালে তবেই বোঝা যায় সে আপন, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় বরং বোঝাপড়াও জরুরি, একজন চুপ থাকলে আরেকজনকে বুঝতে হবে, অভিমান হলে দূরে না গিয়ে কাছে এসে কথা বলতে হবে, কারণ ছোট একটা ভুলও কখনো বড় দূরত্ব তৈরি করে দেয়।