আজকাল সম্পর্কগুলো কাগজের মতো হয়ে গেছে একটু ভিজলেই ছিঁড়ে যায়, বিশ্বাসগুলোও নড়বড়ে হয়ে গেছে কারণ সবাই চায় ভালোবাসা পেতে কিন্তু কেউ দিতে চায় না, ভালোবাসার মানে অনেকেই বোঝে না তারা ভাবে কিছু সময় দেওয়া মানেই ভালোবাসা, কিন্তু আসলে ভালোবাসা মানে প্রতিদিন একে অপরকে বুঝতে চাওয়া, সময় যত কঠিনই হোক মুঠোফোনের স্ক্রিনের ওপারে কেউ একজন যদি চোখে জল নিয়ে তোমার খবর নেয় তাহলে বুঝবে সে মানুষটা তোমার জীবনে অমূল্য।