প্রতিটি সম্পর্কেই ঝগড়া থাকে, ভুল বোঝাবুঝি থাকে, অভিমান থাকে, কিন্তু সবকিছুর ওপরে যদি ভালোবাসা থাকে তাহলে সেই সম্পর্ক কখনো ভাঙে না, আমাদের সমাজে এখনকার ভালোবাসা যেন শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টে সীমাবদ্ধ, বাস্তবের টানে সম্পর্ক টিকে থাকে না, কিন্তু কেউ যদি সত্যি মন থেকে ভালোবাসে তবে সে যত ব্যস্তই থাকুক না কেন সময় বের করেই তোমার খোঁজ নেবে, কারণ ভালোবাসা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বরং নিজের সময় থেকেও সময় দেওয়া।