একটা সময় আসে যখন কারো সাথে আর কিছু বলার মতো থাকে না, তবুও সে মানুষটার খোঁজ প্রতিদিন নিতে ইচ্ছে করে, কারণ ভালোবাসা মুখে বললে হয় না, মনের ভেতরে অনুভব করতে হয়, কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে শেখানোর জন্য যে সবাই থাকেও না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিয়ে যায়, আর কিছু সম্পর্ক চিরজীবনের মতো থেকে যায়, জীবন আসলে অনেক কিছু শেখায়, কিন্তু ভালোবাসা শিখিয়ে যায় কীভাবে কাউকে না পেয়েও চুপচাপ ভালোবাসতে হয়।