কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব চুপিচুপি, একদিন এমন জায়গা নিয়ে নেয় যেখান থেকে আর সরিয়ে ফেলা যায় না, তার সঙ্গে কথা না বললে যেন দিনটাই অসম্পূর্ণ থেকে যায়, ধীরে ধীরে সে তোমার সব কিছু হয়ে ওঠে, তারপর হঠাৎ একদিন দূরত্ব তৈরি হয়, হয়তো কারণ ছিল হয়তো ছিল না, কিন্তু দূরত্বটা বেড়েই যায়, সে আর খোঁজ নেয় না, কিন্তু তুমি এখনো রাত জেগে তার শেষবারের মতো বলা কথাগুলো মনে রাখো, এটাকেই বোধহয় একতরফা ভালোবাসা বলে।