ভালোবাসা মানে শুধু হাতে হাত রাখা না ভালোবাসা মানে হলো যখন সে কাঁদে তখন তার চোখ মুছে দেয়া সে যখন চুপ করে যায় তখন বুঝে যাওয়া ভালোবাসা মানে শুধু একসাথে সময় কাটানো না বরং দূরে থেকেও তার খবর রাখা তার খুশিতে হাসা তার কষ্টে চুপচাপ হয়ে যাওয়া ভালোবাসা মানে হলো যখন সবাই ছেড়ে যায় তখনও তার পাশে দাঁড়িয়ে থাকা ভালোবাসা কখনো দাম দিয়ে মাপা যায় না কারণ তা হৃদয়ের গভীরতা থেকে আসে।