সবাই বলে সময় সব কিছু ঠিক করে দেয় কিন্তু সময় তো কেবল চলতেই থাকে সে কখনো থেমে আমাদের কষ্ট বোঝে না আমরা শুধু অভ্যস্ত হয়ে যাই কষ্টকে বয়ে বেড়াতে দিনের পর দিন একটা মুখের হাসির আড়ালে লুকিয়ে ফেলি কতশত কান্না আর ব্যথা কেউ জানতে চায় না কে কেমন আছে সবাই শুধু ভাবে তুমি ঠিক আছো তাই নিজের ভালো লাগাটাই আসল কারণ তুমি ছাড়া আর কেউ তোমার অনুভূতির দায়িত্ব নেবে না।