ভালোবাসা সব সময় রঙিন হয় না অনেক সময় ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে অবহেলা অশ্রু আর নিরব কান্না যে মানুষটা সারাদিন আমাদের কথা ভাবতো সে এক সময় এমন দূরে সরে যায় যেন কোনোদিন চেনেই না ভালোবাসা তখনই কষ্ট দেয় যখন মন থেকে ভালোবেসে ফেলো আর সে মানুষটা তোমার ভালোবাসা বুঝে না তখন বোঝা যায় ভালোবাসা শুধু দুই জনের গল্প না বরং এক তরফা ব্যথার নামও হতে পারে...।