মানুষের মন অনেক জটিল যারা মুখে ভালোবাসে বলে তারাই এক সময় হৃদয়ে ছুরি চালায় আমরা যাকে চোখে চোখে আগলে রাখি সে আমাদের চোখের জলই দেখে না বিশ্বাস এত সহজে ভাঙে যে শব্দই পাওয়া যায় না ব্যাখ্যা দেয়ার মন থাকলেও সে শুনবে না ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা কেবল ভালো সময়ে নয় খারাপ সময়েও পাশে থাকে কিন্তু দুর্ভাগ্য হলো এমন সত্যিকারের মানুষ খুব কমই পাওয়া যায়।