জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো কখনোই নাম দেওয়া যায় না শুধু অনুভব করা যায় এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো মনে পড়লে চোখে জল আসে অথচ হাসি দিয়েই সব ঢেকে ফেলি মন চায় চিৎকার করে বলি কষ্ট পাচ্ছি কিন্তু বাস্তবতা বলে সবাই ব্যস্ত কেউ কারো ব্যথা বোঝে না তাই চুপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়ায় নিজের কষ্ট নিজের মধ্যে রেখে হাসিমুখে সবাইকে বুঝিয়ে দিই আমি ঠিক আছি...।