অনেক সময় এমন কিছু ভুল হয় জীবনে যেগুলোর জন্য সারাজীবন আফসোস করতে হয় কিছু সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও মনের ভেতর থেকে যায় কিছু স্মৃতি কিছু অনুভূতি কিছু আশা সবকিছু শেষ হয়ে যায় তবুও মন বুঝতে চায় না সে এখন আর আগের মতো নেই অথচ আমরা বারবার অপেক্ষা করি কিছু একটা বদলে যাবে বলে কিন্তু অবশেষে বুঝি কিছু মানুষ শুধু স্মৃতিতেই ভালো থাকে বাস্তবে নয়।