সবাই ভাবে কঠিন মানুষ মানেই শক্ত হৃদয় কিন্তু কঠিন মানুষরাও ভাঙে শুধু তারা সেটা প্রকাশ করে না পৃথিবীর সবচেয়ে বেশি ব্যথা যারা পায় তারাই নীরবে সহ্য করে যায় কারণ তারা জানে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই তাই তারা আর কারো বোঝা হতে চায় না শুধু চুপচাপ নিজের মতো করে কষ্টগুলো গিলে ফেলে হাসিমুখে অন্যদের ভালো রাখতে চায় অথচ নিজের ভেতরটা কতটা রক্তাক্ত সেটা কেউ বুঝতে পারে না..।