প্রতিটা সম্পর্ক যখন শুরু হয় তখন সবাই বলে সারাজীবন একসাথে থাকব কিন্তু সময়ের সাথে সাথে সেই কথা গুলো হাওয়ায় মিলিয়ে যায় তখন আমরা বুঝতে পারি কথা দিয়ে কিছু হয় না মানুষ তখনই পাশে থাকে যখন তার প্রয়োজন থাকে আর যখন প্রয়োজন ফুরায় তখন সম্পর্কটাও একরকম মুছে যেতে থাকে তখন আমরা ভাবি এতটা ভালোবাসলাম কী লাভ হলো ভালোবাসার কোনো মূল্য ছিল না বরং সবকিছু ছিল কেবল সময় কাটানোর খেলা।