যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সেই মানুষটাই যখন অন্য কারো সঙ্গে ভালো থাকে তখন কষ্টটা এতটাই গভীর হয় যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিন্তু আমরা কিছু বলতে পারি না কারণ তাদের সুখে আমাদের ভালোবাসার কোনো অধিকার থাকে না শুধু নিরবে ভালোবাসি আর চোখের জল মুছে নিই কারণ ভালোবাসা মানে শুধু কাছে থাকা না অনেক সময় দূরে থেকেও কারো জন্য দোয়া করাটাই ভালোবাসা আর সেই ভালোবাসা কখনোই কেউ দেখে না।