যে মানুষ তোমার সবকিছু জেনে, তবুও পাশে থাকে সেই মানুষটিই সত্যিকারের ভালোবাসে জীবন অনেক বড় একটা মঞ্চ, যেখানে সবাই অভিনয় করে কেউ ভালোবাসার অভিনয় করে, কেউ বন্ধুত্বের, কেউ আবার নিজের স্বার্থে ভালো হয়ে ওঠে মাঝে মাঝে খুব চেনা মুখগুলোই অচেনা হয়ে যায় কিছু না বললেও বোঝা যায়, কারা দূরে সরে গেছে সম্পর্ক যত কাছের হোক না কেন, অতিরিক্ত গুরুত্ব দিলে সেটাও একদিন গুরুত্বহীন হয়ে যায়।।।
Md Joynal abedin
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?