যখন কেউ আর ভালোবাসে না, তখন তা বুঝে ফেললেও চুপ করে থাকাই ভালো কারণ জোর করে ভালোবাসা ধরে রাখা যায় না সময় একদিন সব বলে দেয়, কারা সত্যি পাশে ছিল আর কারা শুধু সুযোগ খুঁজছিল কেউ কেউ তোমার সাথে থেকেও তোমার হয়ে থাকে না তারা শুধু সময় পার করে, আর তুমি ভেবেই যাও হয়তো ভালোবাসে মাঝে মাঝে অনুভব হয়, ভুল মানুষদের জন্যই জীবনের সব সুন্দর মুহূর্ত নষ্ট করেছি...।