কেউ তোমাকে সময় না দিলে বারবার বলো না শুধু চুপ করে সরে যাও কারণ যে সত্যিই তোমাকে ভালোবাসে, সে সময় বের করবেই ভালোবাসা কখনো ইগোর কারণে দূর হতে পারে না যারা বলে ব্যস্ত ছিলাম, তারা আসলে অগ্রাধিকার দিত না যারা ভালোবাসে তারা হাজার ব্যস্ততার মধ্যেও একটা সময় খুঁজে নেয় জীবনে কেউ তোমাকে অযথা ভাবলে, তাকে গুরুত্ব দিয়ে নিজের মূল্য কমিয়ো না&