তুমি যার জন্য সবকিছু করো সে যদি একদিন তোমাকে অচেনা বানিয়ে ফেলে তাহলে কষ্ট পাওয়ার অধিকারটাও হারিয়ে ফেলো এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো ছাড়তে গিয়ে হৃদয়ের একটা অংশ রেখে আসতে হয় তবুও ছাড়তে হয় কারণ নিজেকে হারিয়ে ফেলার আগে কিছু হারানোই ভালো সময়কে বিশ্বাস করলে সে তোমাকে শেখাবে কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় ভালোবাসা মানেই নয় থেকে যাওয়া কখনো কখনো বিদায়ও প্রমাণ হয় ভালোবাসার...।