সবার মাঝে থেকেও যখন নিজেকে একা লাগে তখন বোঝা যায় আত্মীয়তা মুখে আর হৃদয়ে এক না কেউ পাশে থেকেও দূরের হয় কেউ আবার দূরে থেকেও কাছের হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে হাসিমুখে রাখা যখন ভিতরে সবকিছু ভেঙে পড়ে ভালোবাসা আজকাল টিকে না কারণ প্রত্যেকেই শুধু নিতে চায় দিতে চায় না সবাই ভালোবাসতে চায় কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না্