কখনো কখনো কারো চুপ করে যাওয়াটাই অনেক বড় কথা বলে দেয় হয়তো সে ক্লান্ত হয়ে গেছে বারবার বোঝাতে বোঝাতে সময়ের কাছে হেরে গিয়ে মানুষ অনেক কিছু শিখে ফেলে তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো চুপ থাকা যে মানুষটা একসময় অনেক কিছু বলতো এখন আর কিছুই বলে না তার নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে হাজারটা না বলা গল্প সময় কাউকে বদলায় না সময় শুধু মানুষটাকে চিনিয়ে দেয়।