ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা নিঃস্বার্থ হয় এখনকার দিনে কেউ কাউকে শুধু মনের টানে চায় না সবাই ভাবে আমি কী পাচ্ছি এই সম্পর্ক থেকে সম্পর্কগুলো এখন এমন এক মঞ্চ যেখানে আবেগ অভিনয়ের মতো হয়ে গেছে কেউ কাঁদে লোক দেখাতে কেউ হাসে ভেতরে কষ্ট নিয়েও আর কেউ ভালোবাসার নামে শুধু সময় পার করে দেয় এমন যুগে নিজের সঙ্গে সম্পর্ক গড়াই সবচেয়ে বড় ভালোবাসা.