চোখের জল কখনো কখনো মুখে হাসি হয়ে বের হয় কারণ কষ্ট গোপন রাখার এটাও একটা উপায় এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা চাই না কিন্তু মেনে নিতে হয় আবার অনেক কিছু খুব চাই কিন্তু জীবনের নিয়মে তা হারিয়ে যেতে হয় ভালোবাসা যদি সত্যি হয় তবে সে ফিরে আসবেই কিন্তু সময় আর পরিস্থিতি অনেক কিছু বদলে দেয় কখনো কখনো আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তবুও ভালোবাসার নামেই আমরা সব ভুল মেনে নেই যেন কষ্ট পাওয়াটা অভ্যাস হয়ে গেছে কিন্তু ভাঙা মনটা আর ঠিক হতে চায় না।