অনেক সময় কিছু মানুষকে হারিয়ে ফেলি শুধু নিজের ভালো থাকার জন্য না বরং তাদের ভালো থাকার জন্য যখন বুঝে যাই যে আমার উপস্থিতি কাউকে কষ্ট দিচ্ছে তখন চুপিচুপি সরে যাওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা হয়তো সে কখনো বুঝবে না আমি তাকে কতটা ভালোবাসতাম কিন্তু তার হাসিটাই আমার শান্তি হয়ে ছিল আর তাই নিজেকে ভুলে গিয়েও তাকে দূর থেকে ভালোবেসে যাই কিছু ভালোবাসা হয় প্রকাশের জন্য নয় শুধু নিরব ভালো লাগার মধ্যে গাঁথা থাকে যেখানে অনুভূতিই হয়ে যায় ভাষার চেয়ে বড়।।।
Rakib hasan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?