কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তারা ছাড়া আমরা বাঁচতেই পারব না অথচ একদিন ঠিক তারাই এমনভাবে চলে যায় যেন কোনোদিন ছিলই না তখন বুঝি ভালোবাসা যত গভীরই হোক বাস্তবতা তার থেকেও বেশি নির্মম আমরা ভাবি যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না কিন্তু সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয় তখন ভালোবাসাও হেরে যায় কারণ এই পৃথিবীতে অনুভবের চেয়ে প্রয়োজন বড় হয়ে যায় আর আমরা হারিয়ে ফেলি সেই মানুষটাকে যে ছিল জীবনের সবচেয়ে আপন। ।