কিছু অনুভূতি আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু চোখের কোনে জমে থাকা অশ্রুর মতো জমে থাকে মনে কিছু স্মৃতি থাকে যেগুলো ভোলা যায় না হাজার চেষ্টাতেও কিছু মানুষ থাকে যাদের চলে যাওয়ার পরও তারা থেকে যায় প্রতিটি নিঃশ্বাসে কিছু সম্পর্ক হয়তো পরিণতি পায় না তবুও তারা হয়ে থাকে জীবনের অমূল্য অংশ সময় যতই এগিয়ে যাক কিছু কিছু অনুভব ঠিক আগের মতোই রয়ে যায় কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে না বলেও সয়ে যেতে হয় কারণ সবাই বুঝতে পারে না ভাঙা হৃদয়ের ভাষা... ।