ভালোবাসা এমন এক অনুভব যা প্রকাশ না করলেও হৃদয়ের গভীরে জায়গা করে নেয় কখনো কখনো আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যাকে পাওয়া সম্ভব নয় তবুও তার জন্য রাত জাগি তার হাসি দেখলেই মন ভরে যায় অথচ তার কাছে আমাদের অস্তিত্বটাই নেই তখন শুধু চুপ করে ভালোবাসতে হয় নিঃশব্দে কারণ কিছু ভালোবাসা বোঝানো যায় না কিছু কিছু অনুভব শুধু চোখের ভাষাতেই থেকে যায় আর আমরা দিনের পর দিন তাকে ভালোবেসেই যাই একতরফাভাবে অথচ সে জানেই না ।