যে মানুষটা একদিন ভালোবাসার নামে হাত ধরেছিল সেই মানুষটাই যদি একদিন অচেনা হয়ে যায় তখন সমস্ত বিশ্বাস ভেঙে পড়ে তখন নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে করে আমি কি কিছু বেশি চেয়েছিলাম নাকি অপ্রয়োজনীয় হয়ে গেছি সব উত্তর হারিয়ে যায় ভেতরের কষ্টের ভিড়ে তখন মনে হয় কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালোবাসা জরুরি ছিল কিন্তু দেরি হয়ে যায় তখন কেবল মনে পড়ে সেই মূহূর্তগুলো যখন আমরা তাদের হাসিমুখ দেখেই নিজের কষ্ট ভুলে যেতাম....।