কখনো কখনো এমন মানুষকে ভালোবেসে ফেলি যাকে চোখে দেখা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভবে বেঁচে থাকে তার একটুখানি খোঁজের আশায় প্রতিদিন অপেক্ষা করি অথচ সে জানেই না কেউ নিঃশব্দে তার জন্য নিজের পুরোটা দিয়ে দিচ্ছে তার হাসিমুখের পেছনে কারো হাজারটা কান্না লুকিয়ে আছে হয়তো সে ব্যস্ত তার নিজের পৃথিবীতে কিন্তু এই পাশে কেউ কষ্ট চেপে রাখে শুধু তার একটুখানি ভালোবাসার আশায় কারণ কিছু কিছু ভালোবাসা কখনো পাওয়া নয় শুধু দিয়ে যাওয়ার নাম...