অনেক সময় আমরা এমন কাউকে ভালোবাসি যাকে ছাড়া বাঁচা সম্ভব না মনে হয় অথচ তাকে হারিয়ে ফেলার পরেও বেঁচে থাকতে হয় হাসতে হয় মানুষের সামনে অভিনয় করতে হয় যে সব ঠিক আছে কিন্তু মনটা প্রতিনিয়ত ভেঙে পড়ছে এই অভিনয়টাই একসময় অভ্যাস হয়ে যায় তখন আর নিজের কথাও বলতে ইচ্ছে করে না কারো সাথে শুধু মনে হয় যদি কেউ একটু বুঝত যদি কেউ বলত আমি আছি তখন হয়তো এই জীবনটা একটু সহজ হয়ে যেত ভালোবাসা যত গভীর হয় কষ্টও ঠিক ততটাই গভীর হয়...।