মাঝে মাঝে মনে হয় কেউ একজন দরকার ছিল যে নিঃশব্দে এসে পাশে বসে বলত কাঁদো আমি আছি কিন্তু এই পৃথিবী এতটা ব্যস্ত যে কারো কষ্ট বোঝার মতো সময় কারো থাকে না আমরা সবাই মুখে হাসি রেখে চলি অথচ ভিতরে কতটা ভাঙা তা কেউ জানে না কিছু সম্পর্কের শেষ হয় না তবুও মানুষজন হারিয়ে যায় কিছু অনুভব অপ্রকাশিতই থেকে যায় চাইলেও বলা যায় না কারণ ভয় হয় বুঝবে তো সে কেউ কেউ মনে থেকে যায় আজীবন অথচ বাস্তবে তাদের ছায়াটাও আর ধরা যায় না।।।