আলো
আলো এসে আঁধার দূর করে,
জীবনের পথের জোর ধরে।
আলোর মাঝে আশা জাগে,
দুঃখের অন্ধকারে ঘাঁটে।
আলো মানে নতুন সূচনা,
ভালোবাসার মধুর স্পন্দন।
তুমি আমি আলো হয়ে উঠি,
জীবনের গানে মেলামেশি।
আলো ছড়িয়ে সব ভরাই,
সুখের দিগন্তে ভালোবাসা পাই।