সোনালী দুপুর
সোনালী দুপুর বুকে গরম,
সন্ধ্যার অপেক্ষায় মন জম।
পাখি গায় তার মধুর গান,
আকাশে ঝলমল রোদ্দুর সান।
শিশুরা হাসে মাঠের ধারে,
ফুল ফোটে মাটির মাঝে।
দুপুর মানে বিশ্রামের ছন্দ,
মন ভরে শান্তির বন্ধ।
সোনালী দুপুর জীবন খোঁজে,
আনন্দের রং রাঙায় বোঝে।