বৃষ্টির গান
বৃষ্টি নামে, ঝরে ঝরে,
মাটির গন্ধে মিশে সুরে।
ছাতা হাতে হাঁটে মানুষ,
আলোর খেলায় মুছে বিষাদ।
বৃষ্টির গান মধুর সুর,
মনের মাঝে জাগে দূর।
প্রকৃতির নৃত্যে মিশে যায়,
ভালোবাসার ছোঁয়ায় ছড়ায়।
বৃষ্টির গান শুনে মন ভরে,
জীবন যেন আবার খোলে দর