সূর্যোদয়
সূর্য ওঠে, নতুন দিন,
আলো ভরে মন মমতিন।
পাখির ডাকে শুরু হয় গান,
জীবনের পথ হয় প্রাণ।
প্রতিটি সকালে আশা জাগে,
নতুন দিনের স্বপ্ন বাগে।
সূর্যোদয়ে জীবন মেলে,
সকালের আলোয় মন ভাসে।
সুন্দর দিন আসবে বলে,
জীবন গড়ে নতুন রঙ তলে।