যে মানুষটা একসময় আমার খোঁজ না পেলে অস্থির হয়ে যেতো সে আজ আমার অনুপস্থিতি বুঝতেই পারে না আগে একবার ‘কেমন আছো’ শুনলে মন ভরে যেতো আর এখন সারাদিন কেটে যায় কেউ আর জানতে চায় না আমি কেমন আছি সময়টা বদলায় না, মানুষ বদলায় আর সেই বদলে যাওয়া মানুষগুলোর জায়গা মনে পড়ে গেলে কেমন যেন একটা হাহাকার তৈরি হয় নিজের ভেতরে।।।