মাঝে মাঝে খুব ইচ্ছে করে সব ছেড়ে কোথাও হারিয়ে যাই, যেখানে কেউ থাকবে না আমার পরিচিত কেউ থাকবে না আমার অপেক্ষায় মনটা মাঝে মাঝে এতটাই ভার হয়ে ওঠে যে দম নিতেও কষ্ট হয় হাসি মুখের আড়ালে জমে থাকা কষ্টগুলো কাউকে বলা যায় না, কারণ মানুষ শুধু গল্প শুনতে চায় অনুভব করতে চায় না কেউ কেউ ভাবে আমি শক্ত অথচ আমি ভেতরে ভাঙা কাঁচের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি।